সবসময় মনে আসে আমি হয়তো বেশিদিন বাঁচবো না, এটা থেকে পরিত্রাণ পাবো কিভাবে?

 

একজন আলেম, আফ্রিকার কোন একটি দেশে গিয়েছিলেন। সেখানে তার বিভিন্ন কাজের মধ্যে, একবার সংবাদ পেলেন - জেলখানায় গিয়ে উপদেশমূলক কিছু বলতে হবে। তিনি খুশিমনে গিয়েছেন। সেখানে গিয়ে জানতে পারলেন, ফাঁসির আসামিকে উপদেশমূলক কিছু বলতে হবে। তিনি একটু চিন্তায় পড়ে গেলেন - যে লোকটি কয়েকদিন পরে মরে যাবে, তাকে কি উপদেশ দিবেন !!


যখন ওই আসামীর সাথে দেখা হলো, তখন সেই আলেম বললেন - আলহামদুলিল্লাহ্‌। এই কথা শুনে, ওই আসামী, পুলিশ, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তখন আলেম বললেন - আপনার গায়ে যে বিশেষ রঙের পোশাক রয়েছে, সেটা দেখে বোঝা যায় আপনি ফাসির আসামী, মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। আপনার মতন আমরা সবাই মৃত্যুর জন্য অপেক্ষা করছি। আমাদের গায়ে বিশেষ ধরনের পোশাক নেই বলে, বিষয়টা বোঝা যায় না। আপনি মৃত্যুর তারিখ জানেন বলেই, আপনার তওবার সুযোগ আছে। অন্যরা মৃত্যুর তারিখ না জানার জন্য, তওবা করার এত ভালো সুযোগ পায় না। এভাবে চিন্তা করলে, আপনি আসলে ভাগ্যবান।


সত্যিই আমরা বেশিদিন বাচবো না। আপনি ঠিকই চিন্তা করছেন। এই চিন্তা থেকে পরিত্রান চান কেন?

ওই আলেমের কথা শেষ। এবার আমার কথা শুরু। সহজ একটি হিসাব করুন। সারা বিশ্বে প্রায় ৭৭৫ কোটি মানুষ আছে। পরকালে, শেষ বিচারের দিন, সবাই যদি একসাথে লাইনে দাঁড়ায়, তাহলে আপনার সিরিয়াল আসতে কতদিন লাগবে? বিচার শেষে জান্নাত-জাহান্নাম তো অনেক পরে। বিচারের আগে লক্ষ বছর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সেই লক্ষ বছরের তুলনায়, আপনার জীবনটা কতদিন?


সত্যিই আমরা বেশিদিন বাচবো না। আপনি ঠিকই চিন্তা করছেন। এই চিন্তা থেকে পরিত্রান চান কেন?

আফ্রিকার ফাসির আসামীর কথা শুনেছেন। এবার জাপানের আসামীর কথা শুনুন। মানসিক অস্থিরতায় রাখার জন্য, ইচ্ছা করেই জাপানের আসামীকে, ফাসির তারিখ জানানো হয় না। আসামী প্রতিদিন চিন্তা করে - আজকের দিনটিই তার শেষ দিন। বোঝা গেলো, অন্যান্য দেশের ফাঁসির আসামীর চেয়ে আরো বেশী অভাগা হলো জাপানের ফাঁসির আসামী।


আসলে, দুনিয়ার প্রতিটি মানুষই তেমন অভাগা। কে, কবে, কোথায়, মরবে - সেটা কেউই জানে না। হতে পারে, আজকের দিনটিই আমার শেষ দিন। হতে পারে, আমি এই লেখাটা শেষ করার আগেই মরে যাবো। যে কোন মুহুর্তে মৃত্যু আসতে পারে।


সত্যিই আমরা বেশিদিন বাচবো না। আপনি ঠিকই চিন্তা করছেন। এই চিন্তা থেকে পরিত্রান চান কেন?

আমাদের অবস্থা ঠিক ওই জাপানের ফাঁসির আসামীর মতন। যে কোন মুহুর্তে মরতে পারি। মৃত্যু নিকটে, সেটা জানি। কিন্তু, মৃত্যুর তারিখ জানি না। তাই সর্বদা তওবা করে রাখা উচিত।


বোনাস:


হাশরের ময়দানে কতদিন লাইনে দাঁড়াতে হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফুটপাতে শুয়ে থাকা লোকটাও মানুষ। সুতরাং তাকে দেখে নাক ছিটকাবেন না।

স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...

শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভ...

জনপ্রিয়গুলো দেখুন