মানুষের জীবনে সবচে’ বেদনাদায়ক বিষয় হলো 'হতাশা'। হতাশাগ্রস্ত ব্যক্তি নিজেকে বড় অসহায়বোধ করে। বিপদে পড়লে পাশে দাঁড়াবার কেউ থাকে না। সহযোগিতায় কেউ এগিয়ে আসে না। আত্মবিশ্বাসী কেউ থাকে না। তবুও সে অনেক ঝড়-ঝাপটা উপেক্ষা করে সামনে অগ্রসর হতে চায়। জীবন সংগ্রামের সুদীর্ঘ পথ পাড়ি দিতে চায়। এমনকি কিছু পথ এগিয়েও যায়। কিন্তু গুলি খাওয়া পাখির ন্যায় উড়তে চেয়েও উড়ে যেতে পারে না। বহু চেষ্টা-প্রচেষ্টা করেও সে ব্যর্থ হয়। এক সময় সে ভেঙেপড়ে হতাশায়। আর উঠে দাঁড়াতে পারে না।
মানুষ এখন নিজেকে নিয়ে বড় বেশী ব্যস্ত। কাউকে সময় দিতে চায় না। কারো সঙ্গী হতে চায় না। কারো সঙ্গ দিতে চায় না।
এই জীবনে যারা হতাশাগ্রস্ত তাদের আমি ভালোবাসি। তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের সান্ত্বনার বাণী শোনাতে চাই।
আমিও হতাশায় দগ্ধ হয়েছিলাম। বহু ঝড়-ঝাপটা ও বিপদাপদের সম্মুখীন হয়েছিলাম। তখন আমিও কামনা করেছিলাম, কোন দরদী বন্ধু এসে আমাকে সান্ত্বনা দিবে আর বলবে—
ভয় কিসের বন্ধু? আমি আছি তোমার পাশে...
পড়লাম। খুব ঝকঝকে গদ্য। আরামদায়ক। শুভকামনা রইল।
উত্তরমুছুন