হে অতীত!
তুমি তো চলে গেছো এবং রবির মতো শেষ হয়ে গেছো। অতএব তোমার জন্য কাঁদব না। তুমি আমাকে তোমার আলোচনায় ব্যাপৃত দেখবে না; কেননা তুমি আমাকে ছেড়েছো। আমাকে পরিত্যাগ করেছো। আমাদের থেকে চলে গেছো। আর কখনও ফিরে আসবে না বলে।
হে ভবিষ্যৎ!
তুমি অদৃশ্য—অস্পৃশ্য। অতএব আমি কল্পনার পিছু ছুটব না। কল্পনার জন্য নিজের অস্তিত্বকে বিকিয়ে দিব না। অস্তিত্বহীন বস্তুকে আবিষ্কারের জন্য তাড়াহুড়োও করব না; কেননা আগামীকাল তো তুমি সৃষ্টিই হও নি। তুমি আগেও ছিলে না। সুতরাং তোমার জন্য অস্থির হবো না।
কেবল আজকেই!
আজকের জন্যই অন্যের উপকারার্থে বেঁচে থাকবো। আজকের জন্য অন্যের সাথে ভালো আচরণ করবো। আজকের জন্য হৃদয়ের গভীরে সম্মান ও ফজিলতের চারা রোপন করবো। লোভ, হিংসা, অহঙ্কার, ঘৃণা ও কুধরাণার বিষবৃক্ষকে মেরে ফেলবো। যারা নিজের জীবনকে সুন্দর ও জ্যোতির্ময় করতে চায়— তারা যেন মনে রাখে, জীবন অভিধানে এটিই সবচেয়ে বিশ্বাসভাজন শব্দ— ‘আজকের দিনটিই তোমার দিন, তুমি এটির মূল্যায়ন করো।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন