স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...


শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভিমান—সব একে একে গলে গিয়ে নতুন রূপ নিয়েছে। এক সময় যে দুঃখগুলো বুকের ভেতর কাঁটার মতো বিধতো, আজ তারা ম্লান স্মৃতি হয়ে গেছে।

জীবনের প্রতি এখন আর কোনো অভিযোগ নেই। কারণ জীবন নিজেই এক শিক্ষক, যে তার কঠোর শিক্ষায় আমাদের ধৈর্য ধরতে শেখায়। ব্যর্থতা, হারানো মানুষ, অপূর্ণতা—সবই একেকটি গল্প হয়ে গেছে, যা হৃদয়ের অলিন্দে জমা থাকে। একসময় যে ক্ষতগুলো যন্ত্রণায় কুঁকড়ে দিত, আজ সেগুলো অভিজ্ঞতার আলো হয়ে জ্বলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফুটপাতে শুয়ে থাকা লোকটাও মানুষ। সুতরাং তাকে দেখে নাক ছিটকাবেন না।

স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...

শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভ...

জনপ্রিয়গুলো দেখুন