আল্লাহ কেন আমাকে এতো কষ্ট দেয়?
এই বিষয়টা বোঝার জন্য দেখুনঃ সুরা_ইব্রাহীম-৩৪, সুরা_বনি_ইসরাইল-৬৭, সুরা_হজ্জ-৬৬, সুরা_ফুরকান-৫০, সুরা_আশ_শুরা-১৯, সুরা-আর-রুম-৫১, সুরা_সাবা-১৭, সুরা_আয_যুখ্রুফ-১৫, সুরা_আবাসা-১৭, সুরা_আদিয়াত-৬।
বিশ্বের প্রতি ৫ জনের মধ্যে মাত্র ১ জন মানুষের লেখাপড়ার সুযোগ হয়। আপনার লেখাপড়ার সুযোগ হয়েছে তো?
বিশ্বের মাত্র ৭% মানুষের বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করার সুযোগ হয়। আপনার সেই সুযোগ হয়েছে তো?
বিশ্বের প্রায় ২৫ কোটি শিক্ষার্থী হাই স্কুলের লেখাপড়া শেষ করার আগেই ঝরে পড়ে। আপনি হাই স্কুলের লেখাপড়া শেষ করেছেন তো?
বিশ্বের প্রতি ১০টি শিশুর মধ্যে অন্তত একটি শিশু প্রাইমারী স্কুল থেকে বঞ্চিত হয়। আপনি প্রাইমারী স্কুলে পড়েছেন তো?
সারা বিশ্বে প্রায় ৮০ কোটি মানুষ নিরক্ষর। লিখতে পড়তে জানে না। আপনি আমার এই লেখাটা পড়তে পারছেন তো?
বিশ্বের ৪০% মানুষের ইন্টারনেট ব্যাবহার করার সামর্থ্য নেই। ১০%-১৫% মানুষ ইন্টারনেট জিনিসটা চেনেই না। আপনি ইন্টারনেট ব্যাবহার করেন তো?
আপনি যখন এই লেখাটা পড়ছেন তখন বিশ্বের প্রতি ৭ জনের মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত (না খেয়ে আছে)। আপনি খেয়েছেন তো?
বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মারা যায়। আপনি যতক্ষণ ধরে এই লেখাটি পড়ছেন ততক্ষণে অন্তত ৩ (তিন) জন মারা গেছে। আপনি এখনো বেঁচে আছেন।
লেখার শুরুতে যে কয়েকটি আয়াতের নম্বর দিয়েছি, সেগুলো খুজে দেখেন নি, তাই না? ওই আয়াতগুলো পড়ে দেখুন। আর কিছু না বুঝলেও, ওই আয়াতগুলোর ভেতরে একটি কথা বুঝতে পারবেন - মানুষ বড়ই অকৃতজ্ঞ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন