মৃত্যু



মৃত্যু একটি মহা দুর্ঘটনা। যা সহজ হয়ে গেছে এবং এমন এক কঠিন ছোঁয়া— যা সহনীয় হয়ে গেছে। দুনিয়ার কর্মকাণ্ড এমন দুঃসহ হয়ে পড়েছে- যারফলে মৃত্যু হয়েছে তার অতি হালকা দুর্ঘটনা। দুনিয়া এমন সব অপরাধ সংঘটিত করেছে যে, মৃত্যু হলো তার অতি ছোট্ট অপরাধ! তুমি তোমার ডানদিকে তাকিয়ে দেখো—কেবল কষ্টছাড়া কিছুই নেই। বামদিকে তকিয়ে দেখো— কেবল আক্ষেপছাড়া কিছুই নেই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ফুটপাতে শুয়ে থাকা লোকটাও মানুষ। সুতরাং তাকে দেখে নাক ছিটকাবেন না।

স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...

শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভ...

জনপ্রিয়গুলো দেখুন