স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...


শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভিমান—সব একে একে গলে গিয়ে নতুন রূপ নিয়েছে। এক সময় যে দুঃখগুলো বুকের ভেতর কাঁটার মতো বিধতো, আজ তারা ম্লান স্মৃতি হয়ে গেছে।

জীবনের প্রতি এখন আর কোনো অভিযোগ নেই। কারণ জীবন নিজেই এক শিক্ষক, যে তার কঠোর শিক্ষায় আমাদের ধৈর্য ধরতে শেখায়। ব্যর্থতা, হারানো মানুষ, অপূর্ণতা—সবই একেকটি গল্প হয়ে গেছে, যা হৃদয়ের অলিন্দে জমা থাকে। একসময় যে ক্ষতগুলো যন্ত্রণায় কুঁকড়ে দিত, আজ সেগুলো অভিজ্ঞতার আলো হয়ে জ্বলছে।

তুমি নিঃসঙ্গ, তুমি একেলা

 

সবকিছু ভেবে দেখলাম, আরে! আমি যাকে ভয় পাচ্ছি, যাকে লজ্জা করছি, যার জন্য নিজেকে সুন্দর, সুশ্রী, পরিপাটি ও গুছিয়ে নিচ্ছি— এর শেষটাতে কী? পরিশেষে কী-বা হবে এই আয়োজনে? উত্তর খুঁজতে গিয়ে নিজেকেই খুঁজে পেলাম। সব আয়োজন বৃথা ভেবে নিয়ে নিজেকে নিয়েই ব্যস্ত হলাম। এখন আর কারো ভালোলাগা-মন্দলাগায় যায় আসে না। নিজেকে আর কারো জন্য গোছাতে যাই না। নিজেকে কারো জন্য প্রস্তুত করি না। ভালোলাগছে যা, করছি তা। কারো কথায় নাক গলাতে যাই না। নিজেকে বোঝালাম- বেলাশেষে তুমি নিজেরও থাকবে। তুমি নিঃসঙ্গ। তুমি একেলা।

-টিএসসি, ঢাবি ক্যাম্পাস।

বাসন্তী কোকিল

 তুমি বসন্তের কোকিল, বেশ লোক। যখন ফুল ফুটে, দক্ষিণ বাতাস বহে, এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া উঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ কর। আবার যখন দারুণ শীতে জীবলোকে থরহরি কম্প লাগে, তখন কোথায় থাকো বাপু? যখন শ্রাবণের ধারায় আমার চালাঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক-চিল ভিজিয়া গোময় হয়, তখন তোমার মাজা-মাজা কালো-কালো দুলালি ধরনের শরীরখানি কোথায় থাকে?
তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।

ফুটপাতে শুয়ে থাকা লোকটাও মানুষ। সুতরাং তাকে দেখে নাক ছিটকাবেন না।

স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...

শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভ...

জনপ্রিয়গুলো দেখুন