জোসনা রাতে পুকুরপাড়ে...

 

নিস্তব্ধ গ্রামের রাত্রী। ঝিঁঝি পোকার শব্দে নির্জন পুকুরপাড়টা সচকিত হয়ে উঠেছে।

আকাশে একফালি চাঁদ হেঁসে উঠেছে।

দূরপল্লী থেকে কুকুরের ঘেউঘেউ ডাক ভেষে আসছে।

মৃদু বাতাসের ঝাপটায়, তেঁতুলগাছের পাতাগুলো দুলছে। পুকুরের পানিতে আধখানা চাঁদ ভেষে উঠেছে;

থেকে-থেকে মাছেদের ঝাপটায় আবার তাহা বিলীন হয়ে যাচ্ছে। ছুটেচলা হিমেল হাওয়ার ছোঁয়ায় শরীরটা জুড়ে যাচ্ছে... 

গাছে-গাছে যেন ভালোলাগা ফলেছে।

সবমিলিয়ে চারদিকের পরিবেশটাকে বড্ড ভালোলাগছে!


(চৌদ্দ/চার/চব্বিশ)

রাত সাড়ে বারোটা|সবুজদের পুকুরপাড়ে|শরীয়তপুর

ফুটপাতে শুয়ে থাকা লোকটাও মানুষ। সুতরাং তাকে দেখে নাক ছিটকাবেন না।

স্মৃতিগুলো আজ মনের গহীনে লুকিয়ে আছে...

শৈশবের সেই নির্মল আনন্দ, কৈশোরের দুরন্তপনা, আর তারুণ্যের দুঃসাহসী স্বপ্ন—সব মিলিয়ে এক মায়াবি জগতের মধ্য দিয়ে এসেছি। কত আশা, কত স্বপ্ন, কত অভ...

জনপ্রিয়গুলো দেখুন